Botanix বাংলা ভাষায়
বীজ থেকে আমগাছ জন্মানো
সর্বোত্তম বীজয়ান ফলাফলের জন্য আপনাকে তাজা তোলা বীজ বুনতে হবে। বীজগুলো ২-৬ ঘন্টার জন্য ২০-২৫°সে তাপমাত্রায় পানিতে ভিজিয়ে রাখুন।
ভিজানোর পর, মাটিতে বীজ বুনুন (লঘু, বালুমাটিতে) এবং পাত্রের তাপমাত্রা কমপক্ষে ২০-২৫°সে এর মধ্যে রাখুন। বীজগুলো ১-২ সপ্তাহের মধ্যেই পল্লবিত হবে। নবীন চারাগাছগুলো মধ্যম সূর্যালোকে রাখতে হবে।
আপনি যদি গ্রীস্মমন্ডলীয় অঞ্চলে বসবাস করেন তাহলে আপনার উদ্যানে আম গাছ লাগাতে পারেন। আর যদি আপনার বসবাসের অঞ্চলটি শীতল বা হিমাঙ্কের নীচের হয়, তাহলে আম গাছগুলো আভ্যন্তরীন বা সবুজ ঘরে রাখা প্রয়োজনীয়।
««« পূর্ববর্তী লেখা: ভারতীয় পদ্ম (Nelumbo nucifera) পরবর্তী লেখা: হিম সহিষ্ণু পাম Rhapidophyllum hystrix (Needle Palm) »»»
শুক্রবার 11.12.2009 23:59 | মুদ্রন | বিচিত্র গাছপালা
KPR সম্বন্ধে
গাছপালা জন্মানোর বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। উদ্যানপালন, গাছপালা এবং গাছপালা জন্মানো ইত্যাদি বিষয়ে কোন লেখা লিখুন এবং সেটা আমাদের সাময়িকী Botanix -এ আপনার নিজের ভাষায় প্রকাশ করুন! বিশদভাবে জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।